আরজি কর আন্দোলনের কোনও সুযোগই দল নিতে পারেনি। এই ইস্যুতে শহরে পার্টির কোনও সুফল হয়নি বলে কলকাতা জেলা সম্মেলনের আলোচনায় উঠে এলে। পার্টির সংগঠনে যে ক্ষয় হয়েছে তা নিয়ে ক্ষোভও প্রকাশ্যে এসেছে। শীর্ষ নেতৃত্বের দাবি, নিচুতলায় সংগঠন অধিকাংশ জায়গাতেই ধুঁকছে। পার্টির কর্মসূচি একটানা পালন করার ক্ষেত্রেও কলকাতায় চরম ঘাটতি দেখা যাচ্ছে।
previous post