আরজিকর-এর এই নৃশংস ঘটনার বিরোধিতা করে শ্যামবাজারের আরজিকরের সবথেকে নিকটবর্তী কলেজ মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। তাদের দাবি, আরজিকর-এর এই নৃশংস ঘটনার বিরোধিতা করে, এবং নারী সুরক্ষা ও তিলোত্তমা আইনিভাবে সঠিক বিচার। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানায়। এই মিছিল মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে নিকটবর্তী অঞ্চল হয়ে পুনরায় কলেজের সামনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়।