November 2, 2025
রাজ্য

আরজিকর-এ ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বুধবার শহরে মেয়েদের রাত দখলের অভিযানের সময় আরজিকরে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ভাঙচুর চালায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৯জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশ। সেই পোস্ট দেখে এই ১৯ জনের মধ্যে ৫ জনকে চিহ্নিত করেছেন নেটিজেনরা। ঘটনায় আরও কাউকে চিহ্নিত করা যায় কিনা তার জন্য ফের সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজিকরে জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুখর গোটা দেশ। এরকমই এক প্রতিবাদে ১৪ আগস্ট, বুধবার স্বাধীনতা দিবসের আগের দিন রাতে কলকাতা সহ রাজ্যের মেয়েরা যখন বিভিন্ন শহরে রাত দখলের অভিযানে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী আরজিকর-এর জরুরি বিভাগে ঢুকে রীতিমতো তান্ডব চালায়। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যায় রাজ্যবাসী। কে বা কারা এই ঘটনায় জড়িত, তা নিয়ে নানা বিতর্ক দানা বাঁধে। এবার তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment