বিশেষ সংবাদদাতা, মালদা: আমের জেলায় কমলালেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলে ঘটেছে এই ঘটনা।
উল্লেখ্য, প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না। তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেকদিন ধরেই৷ এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তাঁরা। এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করেছেন তিনি। অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সফল হলে খুব তাড়াতাড়ি তাঁর উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত ও পাথুরে প্রকৃতির। পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে। এই বিষয়টিই বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপকবাবুকে। সম্প্রতি নিজের বাড়ি লাগোয়া ১০ কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন। বছর চারেক আগে নদীয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন ১০টি ভুটানি কমলা লেবুর চারাগাছ। জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা। পরবর্তীতে একটি চারা মারা যায়। তবে তাঁর পরিচর্যায় এখন বাকি ন’টি গাছ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠছে৷ গাছগুলির উচ্চতা সাত ফুট ছাড়িয়েছে। এবার প্রায় দেড় কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে। তবে তাঁর আকার খানিকটা ছোট৷ দার্জিলিং কমলা লেবুর থেকেও। যদিও তা স্বাদে মিষ্টি। কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপকবাবুর৷ তাই তিনি এবার ফল বাজারজাত করার কথা ভাবেননি।
previous post