November 1, 2025
দেশ

আমেরিকা সহ বহু দেশে বন্ধ ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম

নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি: আমেরিকা সহ বিশ্বের বহু দেশে বন্ধ গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রাম। বুধবার গভীর রাত থেকে এই সমস্যা শুরু হয়েছে। ইতিমধ্যে আমেরিকার বহু মানুষ এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এই তিন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ট্যুইট করে কিছুই পোস্ট করা যাচ্ছে না বলে ব্যবহারকারীরা অভিযোগ জানিয়েছেন। সেদেশে ফেসবুক নিয়ে অভিযোগ জানিয়েছেন ১২ হাজার ব্যবহারকারী। অভিযোগ জানিয়েছেন ৭ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

সমস্যা হচ্ছে ফেসবুক মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও। ট্যুইটার ব্যবহারকারীরা অভিযোগ জানিয়েছেন, নতুন ট্যুইট করতে গেলেই এরর মেসেজ দেখাচ্ছে। ট্যুইটারে ট্যুইট করার কোনও সীমা না থাকা সত্ত্বেও বলা হচ্ছে, দৈনিক ট্যুইটের সীমা অতিক্রম করে ফেলেছেন। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। সংস্থার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “টুইটার সঠিকভাবে কাজ করছে না। অনেক ইউজার সমস্যায় পড়ছেন। আমরা দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছি।” কোনও যান্ত্রিক গোলযোগের জন্য এই সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মেটা কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment