24 C
Kolkata
April 17, 2025
বিদেশ

আমেরিকায় বরফের আস্তরণ ভেঙে হ্রদে ডুবে গেলেন তিন ভারতীয়

ওয়াশিংটন: প্রচন্ড হাড় কাঁপানো শীতে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতির। আমেরিকা যুক্তরাষ্ট্রের হিমায়িত হ্রদে ডুবে মৃত্যু হয়েছে ঐ দম্পতির। তাঁদের সঙ্গে মৃত্যু হয়েছে গোকুল মেডিসেটি নামে আরও এক ব্যক্তির। তাঁদের দুই শিশু কন্যার বয়স যথাক্রমে ৭ বছর ও ১২ বছর। দম্পতির মৃত্যুর পর শিশু দুটিকে রাখা হয়েছে অ্যারিজোনার এক শিশু নিরাপত্তা বিভাগে।

জানা গিয়েছে, বড়দিনের পরদিন স্ত্রী হরিতা মুদ্দানাকে নিয়ে কয়েকজনের সাথে বেরিয়েছিলেন নারায়ণ মুদ্দানা। বেড়াতে বেরিয়ে জমে যাওয়া হ্রদের উপর দিয়ে হাঁটছিলেন তাঁরা। কিছু ছবি তোলার চেষ্টা করছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের বন্ধু গোকুল মেডিসেটি। হঠাৎই বরফের আস্তরণ ভেঙে তলিয়ে যান তাঁরা। খবর পেয়ে সেখানে আসে উদ্ধারকারী দল। আশঙ্কাজনক অবস্থায় হরিতাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সন্ধান জারি থাকে নারায়ণ ও গোকুলের খোঁজে। অবশেষে মঙ্গলবার দুপুরে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়।

Related posts

Leave a Comment