31 C
Kolkata
August 2, 2025
Featured বিদেশ

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, প্রাক্তন স্ত্রী সহ মৃত ৬

মিসিসিপি, ১৮ ফেব্রুয়ারি: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল মিসিসিপি প্রদেশের টেইট কাউন্টি। গতকাল এই হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হামলাকারীর প্রাক্তন স্ত্রীও রয়েছেন। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল সেদেশের বাসিন্দাদের মধ্যে।

জানা গিয়েছে, টেইট কাউন্টির আরকাবুতলাতে বিভিন্ন জায়গায় গুলি চালায় ওই বন্দুকবাজ। একের পর এক বাড়ি ও দোকানে হামলা চালাতে থাকে সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ব্যক্তিগত কারণ থেকেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্তের পরিচয় গোপন রেখেছে।

উল্লেখ্য, আমেরিকায় বন্দুকবাজের হামলায় গত দেড় মাসে ৭৩ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু সাধারণ মানুষ। এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Related posts

Leave a Comment