সংবাদ কলকাতা: মানুষের তৈরি করোনা ভাইরাস। চীনের ইউহানের ল্যাবরেটরিতে কাজ করতেন এমন একজন বিজ্ঞানী এই দাবি করেছেন। তাহলে কি কোভিড ম্যান মেড?
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে ইউহানে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে। তার পরের বছর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় করোনার মৃত্যু মিছিল। তখন থেকেই বিশ্বের বিভিন্ন মহলের দাবি ছিল, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস, সে দেশের একটি ল্যাব থেকে লিক হয়েছে। সেই দাবি ফের সামনে এল।
এই মহামারীর উৎস নিয়ে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এ মুখ খুলেছেন ইউহান শহরের গবেষণাগারটির প্রাক্তন বিজ্ঞানী অ্যান্ড্রু হাফ। আমেরিকার বাসিন্দা ওই গবেষকের দাবি, করোনা ভাইরাস চীনের ‘ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি’ থেকেই ছড়ায়। কোনওভাবে ল্যাব থেকে মানুষের তৈরি ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
বিজ্ঞানী অ্যান্ড্রু হাফ তাঁর নিজের বই ‘The Truth About Wuhan’-এ দাবি করেছেন, চীনকে করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণার জন্য টাকা দেয় আমেরিকা। তাঁর কথায়, “এটা (করোনা) যে মানুষের তৈরি, তা প্রথম দিন থেকেই জানত চীন। আর এহেন ভয়ানক জৈবিক উপাদান চীনের হাতে তুলে দেওয়ার জন্য আমেরিকাই দায়ী।” হাফের এই দাবিতে এবার প্রশ্নের মুখে পড়েছে আমেরিকাও।