29 C
Kolkata
August 3, 2025
দেশ

আমেরিকার ভারতীয় দূতাবাসে ফের খলিস্তানপন্থীদের তান্ডব

সান ফ্রান্সিসকো: ফের আমেরিকার ভারতীয় দূতাবাসে হামলা। সান ফ্রান্সিসকোয় এই হামলার সময় আগুন লাগিয়ে দেওয়া হয় দূতাবাসের ভবনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল গভীর রাতে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে।

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালালো দুষ্কৃতীরা। পাঁচ মাস আগেও এই দূতাবাসে হামলার ঘটনা ঘটে। সেই সময় খলিস্তানি নেতা অমৃত পাল সিং ফেরার ছিলেন। তাঁর খোঁজে দেশজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পাঞ্জাব পুলিশ। তার প্রতিবাদে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে আক্রমণ চালায় খলিস্তানপন্থীরা। দূতাবাসের ভিতরে ঢুকে ভাঙচুর করে। এমনকি অমৃত পালকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে দূতাবাসের ভিতরে তাদের ব্যানারও রেখে আসে।

এদিকে এই হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খলিস্তানপন্থীরা। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, দূতাবাসের একটি রেলিং দেওয়া বারান্দার মেঝেতে আগুন লাগিয়ে দিচ্ছে কয়েকজন দুষ্কৃতী। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দূতাবাসের বিল্ডিংয়ের একাংশ জ্বলে ওঠে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে গতকাল এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমেরিকা যে কোনও রকমের হিংসা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধিতা করে। বিশেষ করে বিদেশের প্রতিনিধিদের উপর হামলা চরম শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

Related posts

Leave a Comment