ওয়াশিংটন, ৭ মে: আমেরিকার টেক্সাসে ফের বন্দুকবাজের হামলা। গতকাল এখানকার উত্তর ডালাসের একটি শপিং মলে ঘটেছে এই ঘটনা। আক্রমণকারী বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এক শিশু সহ ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭ জন ব্যক্তি। যাঁদের মধ্যে তিন জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
জানা গিয়েছে, গতকাল শনিবার সপ্তাহ শেষের কেনাকাটায় যথেষ্ট ভিড় জমে। সেসময় আচমকা হামলা চালায় বন্দুকবাজ। একজন পুলিশ আধিকারিক সঙ্গে সঙ্গে ওই বন্দুকবাজকে পাল্টা আক্রমণ করে। তাঁর গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। তবে পুলিশ আততায়ীর পরিচয় গোপন রেখেছে। প্রসঙ্গত একের পর এক বন্দুকবাজের হামলায় জেরবার মার্কিন যুক্তরাষ্ট্র। গত পরশু রাতেও মিসিসিপির একটি রেস্তরাঁয় হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়। জখম হন আরও ৬ জন।