27 C
Kolkata
November 1, 2025
দেশ

আমাজনের জঙ্গলে মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের হদিশ

আমাজন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বড় সাপের সন্ধান মিলল। উল্লেখ্য ,সাপটি প্রায় ২৬ ফুট দীর্ঘ ,আর ২০০ কেজি ওজনের। এটি গ্রিন অ্যানাকোন্ডা প্রজাতীর। গবেষকরা আবার ল্যাটিনে এই প্রজাতির সাপটিকে নামকরণ ও করেছেন, ‘ইউনেকটাস অ্যাকায়িমা’ যার অর্থ নর্দান গ্রিন অ্যানাকোন্ডা। কিছুদিন আগেই বন্যপ্রাণ গবেষক ফ্রিক ভস্ক একটি টেলিভিশন চ্যানেলের অভিযানে নেমে অ্যানাকোন্ডা সাপটিকে খুঁজে পেয়েছেন। ইনস্টাগ্রামে অধ্যাপক ভঙ্ক সাপটির ছবিও প্রকাশ করেছেন । তাঁর দাবি,এতদিন পর্যন্ত আমাজন রেনফরেস্ট অঞ্চলে গ্রিন অ্যানাকোন্ডার একটিমাত্র প্রজাতিরই দেখা মিলত।

Related posts

Leave a Comment