আমাজন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বড় সাপের সন্ধান মিলল। উল্লেখ্য ,সাপটি প্রায় ২৬ ফুট দীর্ঘ ,আর ২০০ কেজি ওজনের। এটি গ্রিন অ্যানাকোন্ডা প্রজাতীর। গবেষকরা আবার ল্যাটিনে এই প্রজাতির সাপটিকে নামকরণ ও করেছেন, ‘ইউনেকটাস অ্যাকায়িমা’ যার অর্থ নর্দান গ্রিন অ্যানাকোন্ডা। কিছুদিন আগেই বন্যপ্রাণ গবেষক ফ্রিক ভস্ক একটি টেলিভিশন চ্যানেলের অভিযানে নেমে অ্যানাকোন্ডা সাপটিকে খুঁজে পেয়েছেন। ইনস্টাগ্রামে অধ্যাপক ভঙ্ক সাপটির ছবিও প্রকাশ করেছেন । তাঁর দাবি,এতদিন পর্যন্ত আমাজন রেনফরেস্ট অঞ্চলে গ্রিন অ্যানাকোন্ডার একটিমাত্র প্রজাতিরই দেখা মিলত।
