18 C
Kolkata
December 24, 2024
দেশ

আমজনতার মন গলাতে কুলির বেশে রাহুল

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: ভোটে জয়লাভ করতে হলে আমজনতার মানুষের মন জয় করা দরকার। সেজন্য নেতারা কত কি-ই না করেন! যাতে মানুষ সেই নেতাকে নিজের খুব কাছের মানুষ ভাবতে পারেন। সেরকমই ঘটনা ঘটল দিল্লিতে। এবার কুলি অবতারে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে হঠাৎই কুলিদের লাল জামা পরে হাজির হন তিনি। মাথায় একটি নীল রঙের ট্রলি তুলে কিছুদূর বয়েও নিয়ে যান কংগ্রেসের যুবরাজ। স্টেশন চত্বরে কুলিদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

পাশাপাশি, বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে জনসংযোগ করতে রাহুলকে আগেও দেখা গিয়েছে। দিল্লির করোলবাগ এলাকার একটি গ্যারাজে মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতে দেখা গিয়েছিল তাঁকে। সাম্প্রতিক আমেরিকা সফরে রাহুল ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ট্রাকে সফর করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকেরা দৈনন্দিন কী কী সমস্যায় পড়েন, তা নিয়ে রাহুল কথা বলেন ওই ট্রাকচালকদের সঙ্গে। জুলাই মাসের গোড়ায় হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের চাষ করতে দেখে প্যান্ট গুটিয়ে নিজেই চাষ করতে নেমে পড়েন রাজীব পুত্র রাহুল। নিজের হাতে চালান ট্র্যাক্টরও। এমনকি কৃষকদের জন্য আনা খাবারও খাটিয়ায় বসে সকলের সঙ্গে ভাগ করে খান এই কংগ্রেস নেতা।

Related posts

Leave a Comment