সংবাদ কলকাতা: গৌতম চৌধুরীর পর এবার আবাস যোজনায় দুর্নীতি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক কালীপদ মন্ডল। আগে বিরোধীরা আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করত। এবার খোদ শাসক দলেরই বিধায়কের মুখে একই কথা শোনা গেল। পর পর দুই বিধায়কের এহেন আচরণে রীতিমতো অস্বস্তিতে শাসক দল।
শনিবার হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মন্ডল আবাস যোজনার দুর্নীতির জন্য সরাসরি দায়ী করলেন সরকারি আধিকারিকদের। শুক্রবার গৌতম চৌধুরী বলেন, তৃণমূল একটি কম্পানী, যার ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই শনিবার কালীপদ মন্ডলের এরূপ মন্তব্য নতুন করে অস্বস্তি তৈরি করেছে শাসকদলের অভ্যন্তরে।
কালীপদ মন্ডলের দাবি, প্রকৃত প্রাপকদের পরিবর্তে স্বজন পোষণের মাধ্যমে ঘনিষ্ঠদের আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন স্থানীয় বিডিও-রা। কারণ, ঘর প্রাপকদের তালিকা তাঁরাই তো তৈরি করছেন। তিনি আরও বলেন, ‘আবাস যোজনার অভিযোগ তুলে স্মারক জমা দিতে হলে বিডিওকে দিন। পঞ্চায়েত দপ্তরে নয়।’
স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্যকে সমর্থন করেনি শাসক দল। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, প্রকাশ্যে তাঁর এই মন্তব্য করা উচিত হয়নি। আবাস যোজনার দুর্নীতি নিয়ে কোনও অভিযোগ থাকলে তিনি বিডিও বা এসডিও-র গ্রিভান্স সেলে জানাতে পারতেন।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে যে, তাঁরা এতদিন ধরে যে অভিযোগ করে এসেছেন, তাঁরই সত্যতা প্রমাণ হল তৃণমূল বিধায়কের কথায়। সব মিলিয়ে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।
previous post