19 C
Kolkata
December 23, 2024
দেশ

আবাস যোজনার বেনিয়মের অভিযোগ তুলে মন্দির বাজার ব্লক অফিসে ডেপুটেশন isf এর

আবাস যোজনায় একাধিক বেনিয়ম হয়েছে যারা যোগ্য প্রাপক তাদের লিস্টে নাম নেই অন্যদিকে যাদের বাড়ির দরকার নেই পাকা পার্টি রয়েছে তাদের লিস্টে নাম রয়েছে এই ধরনের একাধিক বেনিয়মের অভিযোগ তুলে মন্দির বাজার ব্লকে, ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল isf এর কর্মী সমর্থকরা। মূলত তাদের দাবি আবাস যোজনায় একাধিক বেনীয় হয়েছে যারা যোগ্য প্রাপক তারা ঘর পায়নি বেছে বেছে শাসক দলের কর্মীদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা যোগ্য প্রাপক তারাও এই ডেপুটেশনের সামিল হয়। মূলত তাদের দাবি লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আর সেই দাবি কে সামনে রেখেই আজকে এই ডেপুটেশন।

Related posts

Leave a Comment