আবাস যোজনার দুর্নীতি ঠেকাতে গতকাল কুলতলী ব্লকে জরুরী বৈঠক করেছেন বিডিও। আজ সব সকালে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে কুলতলী বেনি ফিশারীদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন। জেলার সেরা শিরোপা ছিনিয়ে নেওয়ার জন্য স্বচ্ছভাবে কাজ করার নিদান দেন।
রাজ্যজুড়ে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা উপভোক্তা যাচাইয়ের কাজ। সেই মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের নয়টি অঞ্চলে আনুমানিক ২১ হাজারের অধিক উপভোক্তা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে।