April 15, 2025
রাজ্য

আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সাগরে পোস্টার পড়লো সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে

সাগর, ৮ আগস্ট: পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পর আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাইয়ের বিরুদ্ধে সাগরের একাধিক জায়গায় পড়ল পোস্টার। আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পোস্টারের নিচে বড় বড় অক্ষরের লেখা রয়েছে সৌজন্যে পুরানো তৃণমূল কর্মী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাইয়ের একাধিক জমির নকশা এই পোস্টারে তুলে ধরা হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই স্বপন কুমার প্রধান সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি। একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে কয়েক দিনের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক কি করে হয় সেই প্রশ্ন তুলে গঙ্গাসাগর জুড়ে পোস্টার সাঁটলো পুরানো তৃণমূল কর্মীরা। আর এই পোস্টারকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে এলাকায়। সাগরের বিজেপি নেতা বিপ্লব নায়েক বলেন, ‘সাগরে পোস্টার বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও বেশ কিছু জায়গায় মাননীয় মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার জামাইয়ের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। এবার তাঁর জামাই কিভাবে হল কয়েক দিনের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হল সেই প্রশ্ন তুলে জমির দলিল ও জমির নকশা সহ একাধিক জায়গায় পোস্টার পড়েছে। আমরা চাই মাননীয় মন্ত্রী এই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করুক এবং তার জামাই যদি দোষী সাব্যস্ত হয় তাকে আইনানুগ শাস্তি দিক। না হলে আমরা ভেবে নেব এই জমি কেনা বেচায় মন্ত্রীরও মদত রয়েছে।’ এ বিষয়ে এক স্থানীয় ব্যবসায়ী বিবেক কৃষ্ণ মন্ডল বলেন, ‘প্রতিদিনের মতো সকালে যখন দোকান খুলতে আসি তখন দেখি দোকানের দেওয়ালে কে বা কারা পোস্টার মেরে গিয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে পুরনো তৃণমূল কর্মী।’ এ বিষয়ে গঙ্গাসাগর-বকখালি ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, ‘রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার মেরেছে জানিনা। কিন্তু পোস্টারে লেখা রয়েছে পুরনো তৃণমূল কর্মী। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। সাগর বিধানসভায় তৃণমূলের কোন গোষ্ঠী কোন্দল নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে আমার নামেও একাধিক জায়গায় পোস্টার পড়েছিল। কিন্তু মানুষ এই পোস্টারের মিথ্যাচারের পা না দিয়ে সাগরের পঞ্চায়েত গুলিতে মমতা ব্যানার্জি সৈনিকদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে। যার নামে পোস্টার তিনি মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই স্বপন কুমার প্রধান। তিনি বহু বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাকে এইভাবে কালিমালিপ্ত যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

Related posts

Leave a Comment