November 2, 2025
জেলা

আবাস যোজনার টাকা পেয়েও তৈরি হয়নি বাড়ি, ৩১৮ জনের নামে দায়ের করা হল FIR

কৃষ্ণনগর: আবাস যোজনার লিষ্টটে নাম ওঠেনি এমন অভিযোগ তো বিস্তর শোনা গিয়েছে কিন্তু টাকা পেয়েও বাড়ি করেননি এমন অভিযোগ শুনেছেন কি? এবার এমনই অভিযোগ করা হলো নদীয়া জেলা প্রশাসনের তরফে।

আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি করেননি এমনই অভিযোগে মোট ৩১৮ জনের নামে ১৭ টি FIR দায়ের করেছে নদীয়া জেলা প্রশাসন। FIR অনুযায়ী, হাঁসখালি ব্লকে এরকম ১৪ জন, হরিণঘাটায় ১০জন, কালিগঞ্জে ৬৫ জনের নাম রয়েছে। এছাড়া করিমপুর-১ ব্লকে ২০জন, করিমপুর-২ ব্লকে -১৩ জন, কৃষ্ণগঞ্জ ব্লকে ১৭জন, কৃষ্ণনগর-১ ব্লকে একজন, কৃষ্ণনগর-২ ব্লকে ২৭জন সেই তালিকায় রয়েছেন। শান্তিপুর ব্লকে ৩৮জন, তেহট্ট-১ ব্লকে ৩৮ জন, তেহট্ট-২ ব্লকে ৭৫ জন আবাস যোজনার টাকা পেয়েছে কিন্তু এখনও তৈরি হয়নি বাড়ি।তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নদীয়া জেলা প্রশাসন।

Related posts

Leave a Comment