April 9, 2025
রাজ্য

বন্ধ দার্জিলিং-ঘুম-দার্জিলিং ‘জয় রাইড’

দার্জিলিং: প্রতি বছরের মতো এই বছরও দার্জিলিঙে পর্যটকদের জমজমাট ভিড়। তবে খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং-ঘুম-দার্জিলিং (৫২৫৯৪) বাষ্পচালিত ‘জয় রাইড’, দার্জিলিং-ঘুম দার্জিলিং (৫২৫৪৪) বাষ্পচালিত ‘জয় রাইড’ এবং দার্জিলিং-ঘুম-দার্জিলিং (৫২৫৯০) ডিজেল ‘জয় রাইড’। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর পর্যটকদের মন খারাপ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এক বিবৃতি মারফত জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা। রবিবার জারি করা এক বিবৃতিতে বন্ধ থাকার কারণ হিসেবে জানানো হয়েছে, দার্জিলিঙে বর্তমানে আবহাওয়া অত্যন্ত খারাপ। এছাড়া দৃশ্যমান্যতা একেবারে তলানিতে। ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে ৩০ মিনিট। সেই কারণে এক মাসের কিছু অধিক সময় বন্ধ থাকছে পরিষেবা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে শিলিগুড়ি টয় ট্রেন পরিষেবা চালু থাকবে।

যদিও টয় ট্রেনের ‘জয় রাইড’ পর্যটকদের কাছে বিশেষ আকর্যণীয়। প্রতি বছর এই ‘জয় রাইড’ থেকে টয় ট্রেনের সবচেয়ে বেশি আয় হয়। এই শীতের মরসুমে ট্রেনের কামরা ভিড়ে ঠাসা থাকে। যেহেতু আবহওয়া খারাপ, সেজন্য রেল কর্তৃপক্ষ বাধ্য হল এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে। এতে রেলের আয় কমবে এই পর্যটনের মরসুমে।

Related posts

Leave a Comment