সংবাদ কলকাতা, ৩০ সেপ্টেম্বর: আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বঙ্গপোসাগরে সৃষ্ট জোড়া নিম্নচাপ এখন আরও সুস্পষ্ট হয়েছে। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলের ওপর দিয়ে পশ্চিমের জেলাগুলির দিকে অগ্রসর হবে এই নিন্মচাপ। নিন্মচাপের জেরে আগামী ৪ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত উপকূল এলাকায় আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ অক্টোবর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। উপকূল এলাকায় ২ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমবে কারণ তখন এই নিন্মচাপ স্থলভাগের অনেকটা ভিতরে চলে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন তিনি। ৫ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হবে। শনিবার ও রবিবার সমুদ্রে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, এখনও দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি ২২ শতাংশ এবং কলকাতায় ১৭ শতাংশ। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত অতিবৃষ্টি ৮ শতাংশ।
previous post