28 C
Kolkata
August 3, 2025
রাজ্য

আবহাওয়ার পূর্বাভাস

সংবাদ কলকাতা, ১২ অক্টোবর: আবহাওয়া বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জন্য মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার এই মুহূর্তে কোনও পরিবর্তন হবে না। দিনের বেলা মেঘমুক্ত আকাশ থাকবে। কিন্তু বাতাসে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। এই মুহূর্তে কোথায়ও কোনও সতর্কবার্তা নেই। শনিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। উপকূল অঞ্চলে একটু মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী এক দু দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে। যদিও এই বছর বর্ষা আসতে দেরি হয়েছিল। কিন্তু বর্ষার বিদায় নির্ধারিত সময়েই হচ্ছে।

Related posts

Leave a Comment