দিল্লি, ২১ মার্চ: অবশেষে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাস ভবনে দুই ঘন্টার তল্লাশি অভিযান চালানোর পর আজ রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি )। কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ৩০ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছিলেন।
যদিও তিনি গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে নয়বার সমন পাঠায় ইডি। প্রত্যেকবারই ইডির হাজিরা এড়িয়ে যান তিনি। উল্টে তিনি হাজিরা এড়ানোর জন্য আদালতে আবেদন করেন। আজ কেজরিওয়ালের সেই আবেদনে আদালত সাড়া দেয়নি। এরপরই সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাস ভবনে যান ইডির আধিকারিকরা। সেখানে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
কেজরিওয়ালের গ্রেপ্তারির পর তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান আপ কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপর রাজধানী জুড়ে প্রতিবাদে সামিল হন দলের নেতা কর্মীরা।
previous post