28 C
Kolkata
August 3, 2025
বিদেশ

আফগানিস্তানে মহিলাদের রেস্তোরাঁ ও বাগানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

কাবুল, ১১ এপ্রিল: আফগানিস্তানে মহিলাদের ওপর ফের তালিবানি ফতোয়া। এবার থেকে হেরাত প্রদেশের কোনও বাগান ও রেস্তোরাঁতে মহিলারা প্রবেশ করতে পারবেন না। এমনকি সপরিবারেও এইসব স্থানে মহিলাদের প্রবেশে ফতোয়া জারি করেছে তালিবান সরকার। সেখানকার ধরগুরুদের আপত্তিতে এই নিষেধাজ্ঞা। তাঁরা সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন, এইসব স্থানে নারী ও পুরুষেরা স্বাধীনভাবে মেলামেশা করছে। মেয়েরা হিজাব বিধি মানছে না। সেজন্য এব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্যে সরকারের কাছে আবেদন জানান সেখানকার ধর্মীয় প্রচারকরা। শেষমেশ সেই মৌলবাদী শক্তির কাছে মাথানত করল তালিবান সরকার। যদিও হেরাত প্রদেশ ছাড়া অন্য কোথাও এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

Related posts

Leave a Comment