কাবুল, ২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তানে খতম দুই আইএস জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে কয়েকদিন আগে রাজধানী কাবুলে অভিযান চালায় তালিবান সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের হাতেই খতম হয় ওই দুই আইএস কমান্ডার। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজায়িদ আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্যটি প্রকাশ্যে আনেন। মৃতদের নাম কুরা ফাতেহ ও এজাজ আহমেদ আহনাগর। কুরা ফাতেহ আইএস জঙ্গিগোষ্ঠীর গোয়েন্দা বিভাগের প্রধান। আর এজাজ আহমেদ আহনাগর ওরফে আবু উসমান আল কাশ্মীরিকে চলতি বছরের জানুয়ারি মাসেই জঙ্গি ঘোষণা করে ভারত।
প্রসঙ্গত আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসতেই একের পর এক জঙ্গি হামলা ঘটতে থাকে সেদেশের গুরুত্বপূর্ণ এলাকায়। এমনকি বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনেও একের পর এক ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এমনকি কাবুলে চীন, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তালিবান সরকারের প্রতিনিধিদের যখন বৈঠক চলছে তখনও হামলা চালাতে দেখা গিয়েছে। সেজন্য এই অভিযানকে বড়সড় সাফল্য বলে মনে করছে তালিবান সরকার।
previous post
next post