সংবাদ কলকাতা: ২০২২ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযানের আগেই বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর পুলিশ। জানা গিয়েছে, আজ বৃস্পতিবার দুপুর ১ টার সময় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই আন্দোলনকারীদের আটক করা হয়। এরপর তাঁদের বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এদিন অল বেঙ্গল ২০২২ টেট পাস ডিএলএড এসোসিয়েশনের তরফ থেকে সল্টলেকে APC ভবন অভিযানের ডাক দেওয়া হয়। প্রায় পাঁচ দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি। সেই দাবিগুলি হল, পুজোর আগে পর্যাপ্ত শূন্যপদ সহকারে নতুন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে। পর্ষদের ঘোষণা অনুযায়ী বছরে দুবার নিয়োগ দিতে হবে। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২২ D.EL.ED টেট পাশ চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে APC ভবন চলুন। কিন্তু আজ সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আন্দোলনকারীরা নামলে পুলিশ তাঁদের আটক করে। যাতে তাঁরা এই আন্দোলন কার্য চালাতে না পারে।
previous post