রাজনীতি কোথায়? কোনও নেতা ভারতের প্রতিরক্ষা নিয়ে নরেন্দ্র মোদির উপস্থিত থাকাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করে নিজের জাত চেনালেন, তো কোনও নেতা অযথা অপ্রাসঙ্গিক কথা বলে যেভাবে কেবল নেতিবাদকেই আকড়ে ধরে সফল হওয়ার চেষ্টা করলেন, তা আর যাই হোক ইতিবাচক রাজনীতির ঈঙ্গিত বহন করে না। আন্দোলন, আন্দোলন আর আন্দোলন; সেটাই সংগঠন ও সফলতার একমাত্র রসায়ন।
তবে যেখানে টাকা ছাড়া কোনও আন্দোলন করার লোক পাওয়া যায় না, সেখানে এই পরিস্থিতি সৃষ্টিকারী নেতৃত্বের অযোগ্যতাই প্রমাণ করে। আর একটি বিষয় মনে রাখতে হবে, আন্দোলন কনস্ট্রাকটিভ ও কন্টিনিউ হতে হয়, একদিন মিটিং মিছিল করে ঐ আন্দোলন হয় না। আসলে এখন পুরো সিস্টেমটাই পাল্টাতে হবে। এবং শিক্ষিত ভদ্রলোক বা সুশীল সমাজের বিভিন্ন লোককে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলাতে ও আন্দোলনে যুক্ত করা দরকার। কিন্তু ওদের মিট করবে কে? অঞ্জতা ও অহংকার এবং সেই সঙ্গে টাকা রোজগারের মানুষিকতা নিয়ে যারা নিজেদের পুরনো পাটির পড়াশোনা করা লোকেদের কাজে লাগাতে চায় না, তাদের পক্ষে ওই লোকেদের সঙ্গে কি মিট করা সম্ভব? আর করলেও সাব স্ট্যান্ডার্ড লোকেদের ডাকে এই সুশীল সমাজের বিভিন্ন স্তরের লোকেরা কি সারা দেবে?
যাই হোক, আজ একটি বিষয় খুবই সিগনিফিকেন্ট। সেটা হল যেভাবে মানুষের ক্ষোভ সরকারের বিরুদ্ধে সঞ্চিত হচ্ছে, তাতে প্রধান বিরোধী দলের অযোগ্যতা ও দলীয় ক্ষমতার দম্ভে বিভোর থাকা লোকেদের ওপর ভরসা করে চিরকাল রাজনৈতিক অবস্থা স্থির রাখবে না।
previous post