সংবাদ কলকাতা: অবশেষে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করল। এখন আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিমি দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় ‘মোচা’। আজ মাঝরাতে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। বর্তমানে এর গতিবেগ ঘন্টায় ৮ কিমি।
আগামীকাল ১২ মে শুক্রবার উত্তর -পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করবে। এখন এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম অভিমুখে রওনা হয়েছে। ১৩ মে শনিবার এটি আরও শক্তি সঞ্চয় করবে। এবং অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
তবে পরের দিন অর্থাৎ ১৪ মে রবিবার এই ঘূর্ণিঝড়ের কিছুটা শক্তিক্ষয় হবে। এদিন বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের ক্যাকপুরের মাঝে তীব্র বেগে আছড়ে পড়বে ‘মোচা’। এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।