আজ, রবিবার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকান্ড। জানা গিয়েছে ,তাদের রান্নার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লাগতেই শুরু হয় একের পর এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের জেরে সমস্ত গ্রামবাসী আতঙ্কিত হয়ে ওঠে। বিকট শব্দে ভয়ে কেঁপে ওঠে গোটা এলাকাময়। সেই আগুন একেরপর এক ছড়িয়ে পড়েছে বহু ঝুপড়ির মধ্যেই। যারফল স্বরূপ কান্নায় ভেঙে পড়েছেন সমস্ত ঝুপড়িবাসীরা। এই আগুনের জেরে পুড়ে ছাই হয়েছে সাধারণ মানুষের কত নামি দামি নথিপত্র। সেই সঙ্গে ঝুপড়িতেই বসবাসরত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও এডমিট সহ অন্যান্য মূল্যবান শংসাপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সামনেই তাদের ইতিহাস পরীক্ষা। যার শোকে কান্নায় ভেঙে পড়েছে এক ছাত্রী। ঝুপড়িতে ভয়াবহ আগুনের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। তারা সাথে সাথে আগুন নেভাতে শুরু করেছে।
previous post