সুমন মল্লিক, সংবাদ কলকাতা: ভুয়ো আধার কার্ড নিয়ে দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে বহু দিন আগে থেকেই। অবৈধ আধার কার্ডের রমরমা চলছে দেশজুড়ে। বর্তমানে যেকোনও পরিষেবা পেতে হলে আবশ্যিক করা হয়েছে আধার কার্ড। আর সেই সুযোগে প্রতারকরা প্রতারণার জাল বিছিয়ে সর্বস্বান্ত করছে বহু মানুষকে। যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দেশের অভ্যন্তরের সন্ত্রাসবাদী কার্যকলাপ।
এবার এই পরিস্থিতিতে আধার সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করার দায়িত্ব রাজ্য সরকারের। এমনই নির্দেশনামা জারি করেছে কেন্দ্র। এতদিন এই কাজ কেন্দ্র সরকার করে থাকলেও এবার রাজ্য প্রশাসনের ঘাড়েই চাপালো কেন্দ্র। যার জন্য রাজ্যস্তরে প্রতিটি জেলায় থাকবে একটি করে কমিটি।
সম্প্রতি আধার নিয়ন্ত্রক সংস্থা প্রায় ৭ লক্ষ ভুয়ো আধার কার্ড বাতিল করেছে। তবে এর শিকড় যে অনেক গভীরে, তা স্পষ্ট করেছে সংশ্লিষ্ট মহল। এতদিন রাজ্য প্রশাসনের এব্যাপারে কোনও দায়িত্ব না থাকায় খুব সহজেই পাওয়া গিয়েছে ভুয়ো আধার কার্ড। যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছে কেন্দ্র সরকার। তাই এবার এই দায়িত্ব স্থানীয় প্রশাসনের হাতেই রাখতে চাইছে কেন্দ্র।