December 27, 2024
কলকাতা

আধার জালিয়াতির মধ্যে দিয়ে ব্যাংক প্রতারণার শিকার এক ব্যক্তি

সংবাদ কলকাতা: ফের আধার জালিয়াতির মধ্যে দিয়ে ব্যাংক প্রতারণার শিকার বাগুইহাটির এক বাসিন্দা। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই চক্রের অন্যতম দুইজন কিংপিনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ইসলামপুর থেকে।

এই আধার প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুরের সঙ্গে ভিন রাজ্যের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইসলামপুর এবং ইসলামপুর লাগোয়া বিহারের আরারিয়া অঞ্চলে বসে তারা এই কাজ চালাত। আধার কার্ড জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছে এই দুই অভিযুক্ত। এদের একজনের নাম মোক্তার আলম। বয়স ২৩ বছর। অন্যজন রওসান আলি। তাঁর বয়স ২২ বছর।

অভিযুক্ত মোক্তার আলম মূলত CSP (Communications Service Provider) জালিয়াতির মধ্যে দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে মানুষকে প্রতারণা করত। আর অভিযুক্ত রওসান আলি মূলত ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করত। এভাবে ব্যাংক হোল্ডারদের ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিতেন ভুয়া আঙুলে ছাপ ব্যবহার করে।

অভিযোগ, AEPS (Aadhaar Enabled Payment System) পদ্ধতি ব্যবহার করে ওই ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার, ৯০০ টাকা তুলে নেওয়া হয়।

Related posts

Leave a Comment