সংবাদ কলকাতা, ২৯ সেপ্টেম্বর: আদিবাসী সংগঠনের তরফ থেকে কলকাতা অভিযান। বিভিন্ন দাবি নিয়ে তাঁরা আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হন। আর সেই অভিযানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে উপস্থিত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাঁরা হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এই নিয়ে হাওড়া ও কলকাতায় যানজটের সৃষ্টি হয়। হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা পুরোপুরি যানজটে অবরুদ্ধে হয়ে যায়।