প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে: ইলামবাজার ব্লকের নোহনা মৌজায় আদিবাসী চাষীদের উৎখাত করে জমি জবর দখলের ঘটনা ঘটেছে। শেখ সাবের আলীর পুত্র শেখ মিলনের নামে এই অভিযোগ। শেখ মিলনের বাড়ি নহনা গ্রামে। অভিযোগকারীদের অভিযোগ বাম জমানায় থেকে তারা এই জমি চষে আসছেন। বামফ্রন্টের আমলে এই জমি তাদের বিলি করা হয়েছিল। তবে জমিটা খাস হলেও কোন পার্টটা করেনি বামফ্রন্ট সরকার। তবুও কিন্তু
এই জমি দীর্ঘ ৩৫ বছর চষে আসছেন এই 9 জন চাষী। এদের মধ্যে রয়েছেন অধিকাংশ আদিবাসী। ইতিমধ্যে ২০১৬ সালে তাঁদের উৎখাত করে মিলন নামে একজনকে চাষাবাদ করতে সুযোগ করে দেওয়া হয়। অভিযোগকারী রুমকো মাড্ডির অভিযোগ, তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ জাফারুলের হাত ছিল মিলনের মাথায়।
তাই এই জমির জবর দখল করতে পেরেছে বলে অভিযোগ। বর্তমানে তারা ২০১৬ সালের পরেও ইলামবাজার বিএলএলআর-কে জানানো হয়েছিল, তার কোনও সুফল পায়নি। তাই আজ তারা বিডিও বিএলএলআরও পঞ্চায়েত সমিতির সভাপতিকে অভিযোগ করে স্মারকলিপি জমা দেন। খবরে প্রকাশ, বিএলএলআর ও নির্মল হালদার বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন। কোন মাধ্যম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জাফরুল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং এসব ব্যাপারে তিনি যুক্ত নন। অভিযোগ হলে আইন তা নিজের পথে চলবে।
next post