কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ সেপ্টম্বর সকাল নয়টা থেকে একটা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে আত্রাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প। আত্রাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি মিতুমনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জিতা বিশ্বাস। বিশেষ অতিথি থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজ উদ্দিন, আত্রাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা শেফালী বেগম সহ উপজেলার কম এলাকাভুক্ত ইউনিয়নের সদস্য, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীর ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
previous post