সংবাদ কলকাতা: কয়লা পাচার মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে অনুপ মাঝি ওরফে লালা। এবার সেই মামলা নতুন মোড় নিল। আত্মসমর্পণ করলেন লালা ঘনিষ্ঠ রত্নেশ গিরি। তাকে একদিনের জেল হেপাজত দিয়েছে আসানসোল আদালত। রত্নেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি কয়লা পাচারের মাস্টার মাইন্ড। তিনিই কয়লা পাচার চক্রের মুল পান্ডা।
পূর্বেই সিবিআইয়ের কাছে ওয়ান্টেড ছিলেন রত্নেশ। গত দুবছর ধরে ফেরার ছিলেন তিনি। সম্প্রতি কোর্টের তরফে তাঁকে স্বেচ্ছায় আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এদিন আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ। এবার দেখা যাক, রত্নেশের কাছ থেকে আর কোনও রাঘব বোয়ালের সন্ধান মেলে কিনা।