October 31, 2025
বিদেশ

আটা নিয়ে মানুষের মধ্যে কাড়াকাড়ি, পাকিস্তানে কি শুরু হল দুর্ভিক্ষ?

ইসলামাবাদ: ভয়াবহ খাদ্য সংকট পাকিস্তানে। সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে হাহাকার। সামান্য রেশনে দেওয়া আটা নিয়েও শুরু হচ্ছে কাড়াকাড়ি। মর্মান্তিক এই ছবি উঠে এসেছে সমাজ মাধ্যমে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু মানুষ সরকারের দেওয়া আটার প্যাকেট পাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ছুটোছুটি করছে।

কয়েকটি এটার প্যাকেট ছুঁড়ে দিতেই তা নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়ে যাচ্ছে। একজন আর একজনকে ঠেলে ফেলে দিয়ে আটার প্যাকেট নেওয়ার জন্য মারামারি করছে। একজনকে তো পাশের নোংরা ড্রেনে ধাক্কা মেরে ফেলে দিল। এরকম করুণ দৃশ্য এই উপমহাদেশে মানুষ শেষ কবে দেখেছে? এ যে মন্বন্তরকেও হার মানায়।

জানা গিয়েছে, দেশজুড়ে দেখা দিয়েছে আটার সঙ্কট। সেখানে এখন এক কেজি আটার দাম ১৫০ টাকা। বাজারে মিলছে না আটা। সরকার ভর্তুকি দিয়ে আটা সরবরাহ করছে। সেনাবাহিনীর পাহারা দিয়ে ছোট বড় গাড়ি গুলি নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষকে আটার যোগান দেওয়ার জন্য।

Related posts

Leave a Comment