সংবাদ কলকাতা, ১১ মে: অবশেষে কলকাতা হাইকোর্ট পেল নতুন বিচারপতি। আজ, বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই শপথ অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বরিষ্ঠ আইনজীবী ও বারের সদস্যরাও। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া অন্যান্য বিশিষ্ট জনেরাও এদিন এই শপথ অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। একটি বড় পর্দার মাধ্যমে হাইকোর্টের বারান্দায় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
previous post
