21 C
Kolkata
December 24, 2024
Featured

আজ সোনা-রূপার বাজার দর

২৪ অক্টোবর, সোমবার বাজার বন্ধকালীন ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেণ্টস এবং জুয়েলার্স এসোসিয়েশন ঘোষিত সোনা রূপার বাজার দর। যা পরবর্তী নতুন দর ঘোষিত না হওয়া অবধি প্রযোজ্য হবে। উল্লেখ্য, দেওয়ালি উপলক্ষে মঙ্গলবার বুলিয়ান মার্কেট বন্ধ। সেজন্য এদিন কোনও দর প্রকাশিত হবে না।

প্রতি ১০ গ্রাম সোনার দর:
২৪ ক্যারেট পাকা সোনা = ৫১,৪০০ টাকা
২২ ক্যারেট গহনা সোনা = ৪৮,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক গহনা = ৪৯,৫০০ টাকা

রূপার বাট প্রতি কেজি = ৫৭,৯৫০ টাকা
খুচরা রূপা প্রতি কেজি = ৫৮,০৫০ টাকা
(বিশেষ দ্রষ্টব্যঃ এই মূল্যের সঙ্গে জিএসটি যুক্ত হবে।)

Related posts

Leave a Comment