April 16, 2025
কলকাতা টিভি-ও-সিনেমা

আজ শেষ হল মদন মিত্রের টলিউড কেরিয়ারের প্রথম ছবির শো

সংবাদ কলকাতা: ২৫ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর। আজ, বুধবার শেষ হচ্ছে বিধায়ক মদন মিত্রের টলিউড কেরিয়ারের প্রথম ছবির শো। নিজেই স্বীকার করেছেন তিনি। দর্শকদের অভাবনীয় সাড়া পেয়েছেন বলে দাবি করেন আমাদের সকলের মদনদা। আজ জন্মাষ্টমীর দিন তাই ভবানীপুর থানার পাশে বিজলী সিনেমা হলে শেষ বারের মতো দর্শকদের ধন্যবাদ জানিয়ে ছবির লাস্ট ডে লাস্ট শো দেখেছেন মদন বাবু। দিনটা যেহেতু কৃষ্ণ জন্মের, তাই আজ নিজের নাতি সহ ভবানীপুরের ১০ শিশুকে কৃষ্ণ বেশে সাজিয়ে, নিজেও রাজকীয় বেশে সিনেমা হলে এসেছেন ‘ও লাভলি’ খ্যাত মদন মিত্র।

Related posts

Leave a Comment