December 27, 2024
রাজ্য

আজ শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী ও শিক্ষকদের মোবাইলে কড়া নিষেধাজ্ঞা

সংবাদ কলকাতা: আজ, শুক্রবার থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ৯টা ৪৫মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সওয়া তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলবে। কড়া নিষেধাজ্ঞা মোবাইলে। শুধু পরীক্ষার্থীরা নয়, নিষেধাজ্ঞা মানতে হবে শিক্ষকদেরও। সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার এবং সংসদ মনোনীত প্রতিনিধিরা ফোন রাখতে পারবেন। তবে ফোন নিয়ে তাঁরা পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। কেউ ভুল করে ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে এলে তাঁদেরকে ভেন্যু সুপারভাইজারের কাছে ফোন জমা দিতে হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন কাছে রাখলে পরীক্ষার্থীদের পাশাপাশি কড়া শাস্তির ব্যবস্থা করা হবে শিক্ষকদেরও। এমনকি পরীক্ষার্থীর মতো তাঁদের রিপোর্টও সংসদের কাছে জমা পড়বে ‘কনফিডেনশিয়াল ফরম্যাটে’। তাঁদের চাকরি নিয়েও টানাটানি বেঁধে যেতে পারে। অন্যদিকে পরীক্ষার্থীদের কাছে ফোন মিললে, তাঁদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment