আজ রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় সম্পূর্ণরূপে বন্ধ থাকছে ট্রেন চলাচল। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন ছাড়বে না বলে জানানো হয়েছে।
এমনটাই জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, ‘হাসনাবাদ এবং নামখানা থেকে ২৪ তারিখ রাত ৭ টার পর থেকে কোনও ট্রেন ছাড়া হবে না। অর্থাৎ ২৪ তারিখ শিয়ালদা স্টেশনে শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৮টায়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত জানানো হল পূর্ব রেলের তরফ থেকে।’
next post