নিজস্ব সংবাদদাতা, বক্রেশ্বর: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবিপক্ষের শুরু। আজ থেকে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেল। মা আসছেন আমাদের মধ্যে, বিভিন্ন পূজা মন্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্য জুড়ে চলছে শেষ দিনের তর্পণ। তাই রাজ্যের অন্যান্য জায়গার মতো প্রতিবছরের ন্যায় বীরভূমের বক্রেশ্বর মন্দিরেও তর্পণের ভিড়।
ঐতিহ্যশালী এই মন্দিরের পুষ্করিণীতে প্রতিবছর এখানে মহালয়ার দিনে প্রচুর মানুষ আসেন। তাঁদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য। গত দুই বছর করোনার কারণে উৎসাহে ভাটা পড়েছিল। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে তর্পণে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সেজন্য আজ সকালে প্রচুর মানুষের সমাগম হয় বক্রেশ্বর মন্দিরে।
previous post