সংবাদ কলকাতা, ২৮ জানুয়ারি: আজ রবিবার কলকাতা সফরের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সফরসূচি বাতিল হল। রাজ্যে আসছেন না অমিত শাহ। ফলে সোমবার রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ দলীয় কর্মসূচিও বাতিল হল। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই এই তথ্য দিয়েছেন। এই সফরে ছিল বেশ কিছু টানা কর্মসূচি। যেমন বুথ-কর্মী সম্মেলন, মেচেদায় একটি স্থানীয় জনসভা, সায়েন্স সিটিতে সাংগঠনিক বৈঠকও ছিল। তবে সেসবই আপাতত বাতিল করা হল।
কারণ আগামী ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদের অধিবেশন। তারপর কিছুদিন পর ভোটের দামামা বেজে যাবে। তাই একমাত্র ভোট প্রচার ছাড়া ইতিমধ্যে শাহের রাজ্যে আসার সম্ভাবনা আপাতত ক্ষীণ।