April 9, 2025
কলকাতা

ভবানীভবনে এলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী

সংবাদ কলকাতা: গতকাল প্রায় সাড়ে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি-র কলকাতার দপ্তর ভবানী ভবন থেকে বেরোলেন নওশাদ সিদ্দিকী। হাসি মুখে তাঁকে বেরিয়ে আসতে দেখা গেল। ভবানী ভবন থেকে বেরিয়েই তিনি সাংবাদিকদের বললেন, আমি আজকেও এসেছি, পরবর্তীকালেও আমাকে ডাকলে, আমি আবার আসব।

তাঁকে প্রশ্ন করা হয়, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছেন। এই প্রসঙ্গে নওশাদ বলেন, ‘রাহুল গান্ধীকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তবে উনি যার সাথে হাত মেলাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকত, তাহলে আমি যোগ দেওয়ার কথা ভাবতাম।’

সিআইডি অফিসাররা ভালো। তবে অফিসারের সংখ্যা অনেক কম। মুখ্যমন্ত্রীকে বলব, যাতে আরও অফিসার নিয়োগ করেন। একটা সময় সিআইডি বুঝতে পারবে যে, এই ঘটনায় আমার কোনও রোল ছিল না।

Related posts

Leave a Comment