কলকাতা, ৫ মার্চ: আজ, মঙ্গলবার কলকাতায় দ্বিতীয় দফার সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে ওড়িশাতে ১৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন সরকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপর আজ বিকেল পাঁচটা ৫৫ মিনিটে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশে রওনা হন।
প্রায় ৫৫ মিনিটের যাত্রা শেষে সন্ধ্যে ৬টা ৫০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। তাঁর আগমনে শহরে যানজট বাড়তে পারে বলে অনুমান করে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। যাত্রীবাহী বাসের গতিবিধি ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়। নিষিদ্ধ করা হয় সব ধরণের মালবাহী গাড়ি চলাচল।
আগামীকাল বুধবার এসপ্ল্যানেড থেকে হাওড়া গঙ্গার নিচে কলকাতা মেট্রো সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর এয়ারপোর্ট থেকে বারাসাত অবধি শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। সন্দেশখালিতে নারীদের ওপর তৃণমূলের হার্মাদ বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে একটি সভা করবেন তিনি। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করবেন। সভাস্থলে শুধুমাত্র মেয়েদের প্রবেশ করতে দেওয়া হবে। পুরুষরা বাইরে থাকবেন বলে দলীয় সূত্রের খবর।