নয়াদিল্লি: শীতকালীন অবসরের পর সোমবার খুলছে সুপ্রিম কোর্ট। আজ দেশের বহু বিতর্কিত নোট বাতিল মামলার রায়দান। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই বিচার প্রক্রিয়ায় যুক্ত আছেন। এই পাঁচ জন বিচারপতির মধ্যে দুইজন বিচারপতি দুটি রায় পড়ে শোনাবেন। তাঁরা হলেন বিচারপতি গাভাই এবং বিচারপতি নাগারাথন। নোট বাতিলের প্রক্রিয়া সঠিক ছিল কিনা তা পড়ে শোনানো হবে। বিচারপতি আব্দুল নাজিরের নেতৃত্বাধীন এই সাংবিধানিক বেঞ্চের দুটি রায় আদতে কি আলাদা হবে, নাকি একই থাকবে, তা নিয়ে মানুষের মনে চলছে জোর জল্পনা। যদি দুটি রায়ে মতপার্থক্য হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায় কোন পক্ষে যাবে, তা নিয়ে গোটা দেশবাসীর আগ্রহ তুঙ্গে।
উল্লেখ্য, শুনানি পর্বে আদালত জানিয়ে দিয়েছিল, নোটবাতিল করে লাভক্ষতি কী হয়েছে, তা আর বিচার্য নয়। আমরা দেখব, সিদ্ধান্ত সঠিক ছিল কি না। ৪ জানুয়ারি বুধবার বিচারপতি আব্দুল নাজির অবসর গ্রহণ করছেন। তার আগে নোট বাতিল নিয়ে রায়দান। পাঁচ সদসস্যের সাংবিধানিক বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বি আর গাভাই, বিচারপতি এ এস বোপ্পানা, বিচারপতি ভি রামসুক্ষ্মণ্য এবং বিচারপতি বি ভি নাগারাথন।এব্যাপারে দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ মোট ৫৮টি মামলা শুনেছে। গত ৭ ডিসেম্বর মামলার শুনানি হয়। এদিন শুনানি শেষ হলেও রায় রিজার্ভ রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে আজ সোমবার সেই রায়দানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
next post