21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

আজ ধূপগুড়ি সহ দেশজুড়ে ৭টি কেন্দ্রে উপনির্বাচন, সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়া জোট

ধূপগুড়ি: কোমর বেঁধে ময়দানে নেমে প্রচার চালিয়েছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। সকাল ৯টা পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চলল নির্বাচন প্রক্রিয়া। মোতায়েন করা রয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ধূপগুড়ির ভোট নির্বিঘ্নে সারতে বাড়তি সতর্ক রয়েছে নির্বাচন কমিশনও। এই বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৬০ টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ১৫০টি। মোট ভোটারের সংখ্যা ২,৬৯,৪১৬ জন।

ধূপগুড়ি বিধানসভার সঙ্গে সঙ্গে দেশের ৭টি কেন্দ্রে উপনির্বাচন। এই ৭টি কেন্দ্র দেশের ৬টি রাজ্যে অবস্থিত। এই কেন্দ্রগুলির মধ্যে ত্রিপুরাতেই দুইটি কেন্দ্র রয়েছে। ত্রিপুরার ধানপুর ও বক্সানগর কেন্দ্রে উপনির্বাচন প্রক্রিয়া চলছে। এছাড়া অন্য ৪টি কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের ঘোষি, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর এবং কেরলের পুথুপল্লি।

আজকের এই নির্বাচন লোকসভা ভোটের আগে সব রাজনৈতিক দলের কাছেই বড় চ্যালেঞ্জ। কার্যত অগ্নিপরীক্ষা। এদিকে ইন্ডিয়া জোটের কাছেও এবার বড় পরীক্ষা। কারণ, এবার একদিকে সিপিএম-কংগ্রেস গলা ফাটিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তারপরের দিন ধূপগুড়ির সভা থেকে সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ধূপগুড়ি নির্বাচনের দিন শেষ পর্যন্ত সিপিএম-কংগ্রেস যৌথভাবে তৃণমূলকে রোখার চেষ্টা করে, নাকি ইন্ডিয়া জোটকে ‘সম্মান’ দেখিয়ে ঘাসফুলকে কতটা জায়গা ছেড়ে দেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এই উপনির্বাচনই প্রথম বড় নির্বাচন। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এটিকে ইন্ডিয়া জোটের শক্তিপরীক্ষার মঞ্চ হিসেবেও দেখছেন।

Related posts

Leave a Comment