সংবাদ কলকাতা: আজ দেশজুড়ে নিট পরীক্ষা। ডাক্তারিতে ভর্তির অভিন্ন এই প্রবেশিকা পরীক্ষায় প্রায় ১৮ লক্ষ ৭২ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তাদের হিসেবে অনুযায়ী, এবার ১১.৫ শতাংশ পরীক্ষার্থী বেড়েছে। পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন ২০ লক্ষ ৮৭ হাজার ৪৪৫ জন।
এদের মধ্যে বাংলা থেকেই এক লক্ষের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই পরীক্ষার্থীদের মধ্যে এক লক্ষের বেশি পরীক্ষার্থীকে মেডিক্যাল ও ডেন্টাল-এ পড়ার জন্য নির্বাচিত করা হবে। তাঁরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়বেন। এছাড়া আয়ূষ চিকিৎসার জন্য ৬০ হাজার পড়ুয়াকে নির্বাচিত করা হবে।
বাংলা সহ ১৩টি ভাষায় ৭২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা ধার্য হয়েছে ৩ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো-র সময়। শেষ হবে বিকেল ৫টা ২০ মিনিটে। দেশ বিদেশ মিলিয়ে মোট ৪৯৯টি শহরে পরীক্ষা কেন্দ্র গঠন করা হয়েছে। যার মধ্যে ১৪টি শহর রয়েছে বিদেশে। তবে মণিপুরে এখন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেজন্য এই রাজ্যে এখন নিট পরীক্ষা হবে না। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পরীক্ষা নেওয়া হবে।
previous post