সুমন মল্লিক, সংবাদ কলকাতা: রাজ্য নির্বাচন কমিশন ও নবান্নের সিদ্ধান্তে এক দফায় ভোট করতে গিয়ে শনিবার এক রক্তস্নাত পঞ্চায়েত ভোট উপহার পেল বাংলা। যা জাতীয় স্তরের সমস্ত সন্ত্রাসের রেকর্ড ভেঙে দিয়েছে। শনিবার ভোট গ্রহণ শেষ হলেও রাজ্যের কোনও কোনও জায়গায় সন্ত্রাস এখনও অব্যাহত রয়েছে। যা নিয়ে চলছে শাসক-বিরোধী তরজা। আর এই আবহে রাজ্য সরকারের রক্তচাপ বাড়িয়ে রবিবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি সাক্ষাৎ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাহলে কি রাজ্যে ঘটে চলা সন্ত্রাসের রিপোর্ট জানাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল?
উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে সমস্ত রিপোর্ট চেয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সমস্ত তথ্য জানিয়েছেন। তা সত্ত্বেও রাজ্যপাল দিল্লি যাচ্ছেন কেন? তাহলে কি রাজ্যপালের অন্য কোনও উদ্দেশ্য আছে? ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেকে গ্রাউন্ড জিরোর রাজ্যপাল বলে অভিহিত করেছেন। ভোটের দিন রাজ্যপাল সকাল থেকেই রাস্তায় নেমে খতিয়ে দেখেছেন সবকিছু। তাহলে কি সেই সমস্ত রিপোর্ট জানাতেই দিল্লি যাচ্ছেন তিনি!
সূত্রের খবর, রাজ্যজুড়ে এই সন্ত্রাস ও খুনের আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। সেই দাবি কতটা যুক্তিযুক্ত, এবং ৩৫৬ ধারা প্রয়োগ রাজ্যের মানুষের পক্ষে উপযুক্ত হবে কিনা তা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন রাজ্যপাল। যদি ৩৫৬ ধারা প্রয়োগে সম্মতি না থাকে, তাহলে ৩৫৫ ধারা প্রয়োগ নিয়েও ভাবা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে সবই জল্পনা। প্রকৃত উদ্দেশ্য বোঝা যাবে সিভি আনন্দ বোস দিল্লি থেকে ফেরার পর। মানুষ অপেক্ষায় রয়েছেন তাঁর দিকে তাকিয়ে। তিনি কী পদক্ষেপ করেন।