November 3, 2025
কলকাতা

আজ থেকে হাওড়ায় খুলছে দেশের প্রথম 3D তারামণ্ডল

সংবাদ কলকাতা, ২ ডিসেম্বর: তারামণ্ডল বলতে কলকাতার ‘বিড়লা প্লানেটরিয়াম’কে বোঝায়। কিন্তু আরও এক ধাপ এগিয়ে থ্রিডি (3D) তারামণ্ডল তৈরি হয়েছে হাওড়াতে। কলকাতার তারামণ্ডল টুডি (2D)। থ্রিডি তারামণ্ডলটি তৈরি করতে হাওড়া পুরসভার ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।

এটি হাওড়া শহরের শরৎ সদন এলাকায়। এবার পুজোর সময় থ্রিডি তারামণ্ডলটির উদ্বোধন করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ শুক্রবার তা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।

এর ফলে থ্রিডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে পাবেন দর্শকরা। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, এটি হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপহার।

এই থ্রিডি তারামণ্ডলে আপাতত ৩টি করে ‘শো’ থাকবে। দুপুর ৩ টে, ৪ টে এবং ৫ টায়। ছোটদের জন্য টিকিট মূল্য ৭০ টাকা এবং বড়দের জন্য ১২০ টাকা ধার্য করা হয়েছে। বাংলা, ইংরেজি ও হিন্দি এই তিন ভাষাতেই ‘শো’ হবে।

Related posts

Leave a Comment