April 16, 2025
রাজ্য

আজ থেকে সময় মেনে মেইন বনগাঁ শাখায় ট্রেন, দাবি রেল

গত কয়েকদিন ধরেই দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলতে থাকায় বাতিল করা হয়েছিল শতাধিক ট্রেন। ফলে যাত্রীদের ভোগান্তির আর শেষ ছিল না। প্রতিদিন মাত্র ২-৩ করে ট্রেন চলছিল। তার জেরে যাত্রীদের অন্য যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হয়েছে দূরদূরান্ত। গতকাল, রবিবার ও এর অন্যথা হয়নি, তীব্র ভোগান্তির শিকার হলেন হাজার হাজার যাত্রী।

Related posts

Leave a Comment