সংবাদ কলকাতা: আজ সোমবার থেকে ফের বাজারে আসছে গোল্ড বন্ড। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফের দেশজুড়ে জনপ্রিয় এই গোল্ড বন্ড ইস্যু করছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে তৃতীয় সিরিজের গোল্ড বন্ড বাজারে ছাড়া হচ্ছে। বন্ডের ন্যূনতম দাম ধার্য হয়েছে ৬ হাজার ১৯৯ টাকা। অনলাইনে কেউ বন্ড কিনলে গ্রাম পিছু ক্রেতা ৫০ টাকা করে ছাড় পাবেন। এক্ষেত্রে ক্রেতাকে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ক্রেতাকে ৬ হাজার ১৪৯ টাকা পেমেন্ট করতে হবে। বিভিন্ন ব্যাঙ্ক ও কিছু পোস্ট অফিসে এই বন্ড বিক্রি করা হবে। এছাড়া শেয়ার বাজারেও সাধারণ মানুষ গোল্ড বন্ড কিনতে পারবেন। এই বন্ড বিক্রির সময়সীমা দেওয়া হয়েছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতি গ্রাম সোনার দর অনুযায়ী বন্ডের এই দাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি গ্রামের এককে এই বন্ড কিনতে হবে।
প্রসঙ্গত আরবিআই জানিয়েছে, সোনার দাম ঘোষণা করে ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তার ভিত্তিতেই গোল্ড বন্ডের দাম নির্ধারণ করা হয়। সাধারণত যেদিন থেকে গোল্ড বন্ড বাজারে আসে, তার পূর্ববর্তী তিন দিনের ঘোষিত দামের গড় হিসেবে করে এই দাম ঠিক করা হয়। বাজারে ‘৯৯৯’ বিশুদ্ধতার সোনার দামের ওপর ভিত্তি করে এই গড় দাম হিসাব করা হয়ে থাকে। অর্থাৎ গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাজারে যে দর গিয়েছে, তার গড় হিসেব করে চলতি বন্ডের দর ঘোষণা করা হয়েছে।
previous post